
নিজস্ব প্রতিবেদক: আজ ৩০ এপ্রিল: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে একাধিক তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম চরকাদাই গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ইউ কালেক্টর গাছ ও পাঁচ বছর বয়সেের ৬০ টি তালগাছ কেটে ফেলে। এসব গাছ এলাকায় ছায়া দিত এবং পথচারীদের জন্য প্রাকৃতিক সুরক্ষা তৈরি করেছিল। গাছ কাটার সময় কেউ তাকে বাধা দিলে তিনি প্রভাব খাটিয়ে হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য গত পাঁচ বছর ধরে শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তালবীজ বোপন করে আসছেন, সাংবাদিক, সমাজ কর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। গত পাঁচ বছরে প্রায় ৪০ হাজার তালবীজ বোপন করেছেন।গত পাঁচ বছর আগে বোপন করা তালগাছ চরকাদাইয়ের একটি রাস্তায় দৃশ্যমান। এই রাস্তার ধারের জমির মালিক নজরুল ইসলাম ৬০টি তালগাছ ও বেশ কিছু কাঠের গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে বলে স্বীকার করে।
এ বিষয় এ সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,তালগাছ বোপনের প্রথম কার্যক্রম পাঁচ বছর পূর্বে এই চরকাদাই গ্রাম হতে শুরু করি, কারন এই গ্রামে আমার জন্মস্থান।প্রথম বছরের গাছ গুলো ছিলো এই রাস্তায়, যা এখন দৃশ্যমান, প্রতি বছর দুইবার করে আগাছা গুলো নিজে পরিষ্কার করে থাকি। আমার গাছ গুলো আমি নিজের সন্তানের মতো করে যত্ন করে বড় করছি।আমি খুবই মর্মাহত হয়েছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য চান্নু , “বিষয়টি আমরা শুনেছি। এটা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ এবং জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ।”
উপজেলা বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি রাস্তার পাশের গাছ কাটার জন্য অনুমতির প্রয়োজন হয়। এই ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।
এদিকে, সচেতন মহল এ ধরনের গাছ নিধনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।