শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি প্রদান করেন। আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় সরকার, শামীম হাসান, হাবিব, পিয়াস, বায়জিদ, মওদুদ প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পাড় হলেও এখনও বিভিন্ন স্থানে ভাড়া ভবনে প্রশাসনিক কাজ ও একাডেমিক পাঠদান চলছে। বিশ্ববিশ্ববিদ্যালয়টির স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অধ্যয়ন ব্যাহত হচ্ছে। এত পরিমাণ শিক্ষার্থীদের জন্য নাই স্থায়ী ক্যাম্পাস। এর আগের ২ জন ভিসি নানা জটিলতায় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণ কাজ শুরু করতে পারেনি। ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এ থেকে তারা পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে সকল জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণের জোর দাবী জানান। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীরা এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছে। আমি তা হাতে পেয়েছি। ক্যাম্পাস নির্মাণের বিষয়টি কোন পর্যায়ে আছে তা খোজ খবর নিয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সবাইকে অবহিত করা হবে। ছাত্রদের এ দাবীর সাথে একমত পোষণ করে ভিসি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ছাত্রদের পাশাপাশি শাহজাদপুরবাসীরও এটা প্রাণের দাবী। তাই গত ৮ বছরের ব্যর্থতা কাটিয়ে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যবস্থা গ্রহল করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা; দুর্ঘটনা নাকি হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে দুর্ঘটনা

৩’দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি’

বাংলা পোর্টাল: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার (১৬ জানুয়াির’) দুপুর ২টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে

গণমাধ্যমকে নির্দেশনা দেওয়া হয়নি, অনুরোধ করা হয়েছে: মনিরুল

নিজস্ব প্রতিবেদক: পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি

আওয়ামী লীগের কোটিপতি নেতা বনাম নিঃস্ব কর্মী

ঠিকানা টিভি ডট প্রেস: সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একজন সাবেক এমপির ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বিদেশে বসে বন্ধুবান্ধবদের নিয়ে রীতিমতো উৎসব করছেন, তালি বাজিয়ে

সলঙ্গায় হোটেল থেকে মাছের গাড়িতে পানি দেওয়ায় মহাসড়কের বেহাল অবস্থা

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় নুরজাহান হোটেলে ভটভটি ও ছোট ট্রাক রেখে চলছে মাছের পানির ব্যবসা। পানি বিক্রির সময় কোনো যানবাহন চলাচল করতে না পারায় বাড়ছে