
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রয়াত নেতা জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাদ যোহর মনিরামপুরে দলীয় কার্যালয়ে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, প্রচার সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “বর্তমানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাহাঙ্গীর হোসেন শামীম শুধু একজন দলীয় নেতা নন, তিনি একজন সমাজসেবক ও দানবীর হিসেবেও শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর শুন্যতা অপূরণীয়।”
তিনি আরও বলেন, “আমরা বিচার ও সংস্কার চাই, তবে পাশাপাশি চাই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। বিএনপির দেয়া ৩১ দফা দাবি সবকিছুর প্রতিফলন বহন করে।”
স্মরণসভা শেষে মরহুম শামীমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।