সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ।
রোববার (২৫ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আনন্দঘন ঘোষণা দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা মরহুম সংসদ সদস্য খান মজলিশ সারোয়ারের বড় ভাই, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বর্তমান পরিকল্পনা কমিশনের সদস্য খান মজলিশ কাওসার।
তিনি বলেন, “বিগত সরকারের আমলে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কলেজের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছিল। আমি কোনো হিংসা-বিদ্বেষে বিশ্বাস করি না। তাই বঙ্গবন্ধু মহিলা কলেজে কেন্দ্র বহাল রেখেই এই কলেজের কেন্দ্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, কলেজ উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়েছে। শিগগিরই তা কলেজ কর্তৃপক্ষের হাতে পৌঁছাবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য আলী সাদাত খান মজলিশ মেরাজ। তিনি বলেন, “আমার বড় চাচা মওলানা ছাইফুদ্দিন ওরফে দুদু মওলানার হাত ধরে এই অঞ্চলে যে উন্নয়নের সূচনা হয়েছিল, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর সন্তানদের নেতৃত্বে এখন পর্যন্ত প্রায় ৩৮-৩৯টি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়িত হয়েছে শাহজাদপুরে।”
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কে.এম. আরিফ উদ্দিন এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।