শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শুকুর আলী নামক এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই মোঃ ইউসুফ আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় ১৯ ডিসেম্বর মামলা দায়ের করেছেন।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের ৪০ বছর বয়সী বুদ্ধি ও বাক প্রতিবন্ধী সালমা খাতুন একই গ্রামের তার চাচাতো বোন নার্গিসের বাড়িতে বেড়াতে যায় গত ২৬ নভেম্বর সকালে। ঐদিন সকাল সাড়ে ৯টার দিকে গোবর ভাঙতে নারগিস বাইরে গেলে ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী সালমাকে একা পেয়ে ঐ গ্রামের মৃত আজমত সরদারের সন্তান শুকুর আলী জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর অঝোরে কান্নাকাটি দেখে স্বজনরা জিজ্ঞেস করলে প্রতিবন্ধী সালমা ইশারা ইঙ্গিতে বর্ণানা দেয়। বর্ণনা অনুযায়ী স্বজনরা চর আঙ্গারু গ্রামের শুকুর আলীকে শনাক্ত করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের কাছে বিচার চায়। পরে ইউপি সদস্য আবুল কালাম আজাদ বিষয়টি শুকুর আলীকে অবগত করলে সে নিজের দোষ স্বীকার করে এবং বিচারে যে শাস্তি হবে তা গ্রহণ করবেন বলেও জানায়। কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পর নানা রকম টালবাহানা শুরু করে এবং বিচার দিতে অস্বীকার করে। পরবর্তীতে এলাকায় বিচার না পেয়ে শাহজাদপুর থানায় ভুক্তভোগীর ভাই মোঃ ইউসুফ লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে ১৯ ডিসেম্বর মামলাটি রেকোর্ড করে।
এ বিষয়ে কায়েমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর ভুক্তভোগীর স্বজনেরা তার কাছে বিচার প্রার্থনা করেন। পরে তিনি অভিযুক্ত শুকুর আলীকে জানালে সে দোষ স্বীকার করে এবং বিচারে যে শাস্তি হয় তা মাথা পেতে নেবে বলেও জানায়। কিন্তু পরবর্তীতে এলাকার প্রভাব দেখিয়ে বিচার দিতে অস্বীকার করে। তাই ভুক্তভোগীকে আইনের দ্বারস্থ হতে বলা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, ভুক্তভোগীর ভাইয়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রোকোর্ড হয়েছে। আসামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.