নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুল ধান ভাঙাতে পাশের গ্রামে যাচ্ছিলেন। তার সঙ্গে নৌকায় ছিলেন সাত বছরের ছেলে, ভাগ্নে ও বাবা। মাঝবিলে পৌঁছালে ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ে ধানবোঝাই নৌকাটি উল্টে যায়। এ সময় মনিরুল দুই হাত দিয়ে ছেলেকে ধরে বাঁচানোর চেষ্টা করেন। স্থানীয় জেলেরা ছেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও মনিরুল পানিতে ডুবে যান। প্রায় এক ঘণ্টা পর জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
মনিরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জানান, মনিরুল বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোক নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার, প্রো-উপাচার্য প্রফেসর ড. সুমনকান্তি বড়–য়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ এক শোকবার্তায় মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.