শাহজাদপুরে কন্ঠশিল্পী কেকার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের জনপ্রিয় কন্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকার (২৫) অন্তেষ্টিক্রিয়া বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশ্মানে সম্পন্ন হয়েছে। পরলোকগত কন্ঠশিল্পী কেকা শাহজাদপুর পৌর শহরের সাহাপাড়া মহল্লার অতল কৃষ্ণ দাস বাসুদেব এর মেয়ে। তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পিপিডি হাসপাতালে এরপর সেখান থেকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে বগুড়া নেওয়ার পথে বিকেল ৩টার দিকে মারা যায়। খবর পেয়ে পুলিশ কেকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখে। এরপর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে এদিন বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সোমবার রাতে শাহজাদপুর উপজেলার দাড়াদহ ইউনিয়নের গাড়াদহ পালপাড়া গ্রামের বিকাশ কর্মকারের ছেলে বগুড়ায় ওষুধ কোম্পানিতে কর্মরত হৃদয় কর্মকার মদন (৩০) তার ঠনঠনিয়ার বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার এনজিওতে কর্মরত স্ত্রী ও ৭/৮ বছরে এক কন্যা সন্তান রয়েছে। এই দুই অস্বাভাবিক মৃত্যু ও অপর এক যুবকের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ত্রিভূজ প্রেমে আত্মহত্যার নিউজ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিহত দুই পরিবারের স্বজনদের নজরে এলে তারা এর প্রতিবাদ জানান।

এ বিষয়ে নিহত কন্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকার বাবা অতল কৃষ্ণ দাস বাসুদেব ও কাকা কনক দাস বলেন, মদন ও অপর যুবকের সাথে আমাদের কেকার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমরা মদন নামের ওই ব্যক্তিকে চিনিও না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা গুজব। এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।

অপরদিকে নিহত মদনের বাবা বিকাশ কর্মকার বলেন, আমার ছেলে ১৩ বছর ধরে চাকরির সুবাদে বগুড়ায় বাস করে। তার স্ত্রী একটি এনজিওতে চাকরি করে। তাদের ৭/৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কন্ঠশিল্পী কেকার সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করে তিনি বলেন, আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। মদনের আত্মহত্যার বিষয়ে তিনি বলেন, তুচ্ছ বিষয়ে স্ত্রীর সাথে মনমালিন্যের জেরে সে আত্মহত্যা করেছে। তিনি বলেন, আমার ছেলের বউ আমার বাড়িতেই থেকে ছেলের অন্তেষ্টিক্রিয়ার সমস্ত কাজকর্ম করছেন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।

এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু সাঈদ বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। আমরা দুই পরিবারের সাথে কথা বলেছি। কিন্তু তাদের কাছে থেকে প্রেমের সম্পর্কের কোনো তথ্য পাইনি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

অপরদিকে বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, হৃদয় কর্মকার মদন গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

উল্লেখ্য, নিহত কণ্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকা অবিবাহিত ও শাহজাদপুরের পূরবী সংগীত বিদ্যালয়ের মেধাবী কণ্ঠশিল্পী ছিলেন। তিনি সংগীতে রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়া তিনি এ বছর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক সম্মান পাশ করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রে ৫৫ জনের মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্মরণকালের তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। শীতকালীন তীব্র ঝড়, প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহে ৫৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। গত কয়েকদিন ধরে

রায়গঞ্জে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত ইউএনও হুমায়ুন কবির এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে

ইজতেমা মাঠ ছাড়ার সিদ্ধান্ত সাদ পন্থিদের 

নিজস্ব প্রতিবেদক: মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব

সিরাজগঞ্জে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১২। ২৭ জুন (বৃহস্পতিবার’) বিকাল সাড়ে

তাড়াশে পূজা কমিটির সাথে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পূজা উদযাপন কমিটির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় ও সৌজন্য

বোর্ডকে ব্ল্যাকমেইলের অভিযোগ, পাকিস্তান দল থেকে বাদ যাচ্ছেন ৬ ক্রিকেটার’

ঠিকানা টিভি ডট প্রেস: চলমান টি-২০ বিশ্বকাপের আগে বেশ বড় ধরণের রদবদল আনা হয় পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে। নতুন কোচিং স্টাফ নিয়োগ দেওয়ার পাশাপাশি অধিনায়কত্বে ফেরানো