
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আলহাজ্ব বদিউজ্জামান নামে এক বৃদ্ধর বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগীর দেওয়া বক্তব্য সুত্রে জানাগেছে, শাহজাদপুর পৌর শহরের রুপপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব বদিউজ্জামানের বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর করে জায়গা দখল নেওয়ার চেষ্টা করেছে পাশের বাড়ির লাল চাঁদের ছেলে সাইফুল ইসলাম গং।
বদিউজ্জামান জানান, তিনি ১৯৭৫ সালে রুপপুর গ্রামে আকমলের নিকট হইতে ৩৩ শতক জায়গা ক্রয় করেন এবং অনিলের নিকট থেকে ৩ শতক জায়গা ক্রয় করেন।
ক্রয় করার পর জায়গার মালিকগণ তাকে দখল বুঝিয়ে দেন। খাজনা খারিজও নিয়ম অনুযায়ী করে বাড়ি করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি গত ১৫ অক্টোবর তার জায়গার একপাশের ফাঁকা জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের সময় পাশের বাড়ির লাল চাঁদের ছেলে সাইফুলের নেতৃত্বে সাইফুল গংয়ের একটি দল এসে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয় এবং ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল গং মারপিটের জন্য চড়াও হয় এসময় আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সাইফুল গং হুমকি দিয়ে চলে যায়। পরে একই দিন রাতে এসে সীমানা প্রাচীর ভাংচুর করে চলে যায়।
এঘটনায় সাইফুল গংদের বিবাদী করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ৭৫ সালে জায়গা ক্রয় করে ভোগ দখল করে আসলেও জায়গার তৎকালীন মালিক আকমল জীবিত থাকাবস্থায় তার পরিবারের কেউ জায়গা নিয়ে কোন কথা বলেনি। জায়গার তৎকালীন মালিক আকমল মারা গেছে অনেক বছর হলো। হঠাৎ মৃত আকমলের নাতী বরাত আলী এসে আমার ক্রয়কৃত জায়গা থেকে কিছু পরিমান জায়গা দাবি করছে যেটা সম্পুর্ন অবৈধ দাবি।
ওনার জায়গা থাকলে উনি কেন পুর্বে দাবি করেনি? আমাকে হয়রানি করার জন্য নানান টালবাহানা করছে।
এদিকে সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় সাইফুল গংদের বিচার দাবি করেন তিনি।
এবিষয়ে সাইফুলের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ##