আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচিত এই প্রবাসীর প্রার্থিতা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া
সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আলোচনায় এসেছেন মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনয়নে মোমবাতি প্রতীকে তিনি এ আসনে প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জানা গেছে, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের ঘনিষ্ঠ সহযোগী এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অর্থসহ নানা সহায়তা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।
এই প্রেক্ষাপটে ইসলামিক ফ্রন্টের মতো আদর্শভিত্তিক দলের প্রার্থী হিসেবে তার অংশগ্রহণে স্থানীয় রাজনৈতিক মহলে বিস্ময় ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তার এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, “একসময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এখন ইসলামিক ফ্রন্ট থেকে প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।”
এলাকাবাসীর একাংশ দাবি করেছেন, প্রবাস জীবনে মোশারফ হোসেনের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে, যা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।
শাহজাদপুরের সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, দলীয় প্রার্থী বাছাইয়ে সততা ও নৈতিকতা যাচাই জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের পটভূমি যাচাই করে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.