
আব্দুল্লাহ আল মাহমুদ ,শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলায় ৮ মাস আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরনের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ এলজিডি’র অফিস থেকে উদ্ধার হয়েছে। শিক্ষার্থী ব্যাগ বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে মজুদ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনির বিরুদ্ধে।
জানা যায়, শাহজাদপুর উপজেলায় বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণের কাজ পায় উল্লাপাড়ার ঠিকাদার মোঃ ফয়সাল কাদের রুমি। এ প্রকল্পে ব্যয় ধরা হয় ১ লাখ ২০ হাজার টাকা। এ প্রকল্পের মেয়াদ শেষ হয় জুন মাসে। ঠিকাদার ব্যাগ যথাসময়ে ব্যাগ বুঝিয়ে দিলেও স্কুল ব্যাগগুলো বিতরণ না করে এখন পর্যন্ত অভিযুক্ত প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি মজুদ করে রাখে।
তথ্যনুসন্ধানে কোন বিদ্যালয় অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ব্যাগ না পাওয়ায় প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি’কে ব্যাগের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রথমে প্রতিবেদককে এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরবর্তীতে অসত্য তথ্য দিয়ে জানান যে, মাধ্যমিক শিক্ষা অফিসার তালিকা দিতে দেরি করায় ব্যাগগুলো বিতরণ করা যায়নি। এখনো আমাদের কাছে আছে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে গতবুধবার(১৮ফেব্রুয়ারী) বিকেলে প্রকল্পের তদারকি কর্মকর্তা(এস.ও) আলমগীর হোসেনের অফিস কক্ষ থেকে দুটি এবং ট্রাংকে তালাবদ্ধ অবস্থায় আরো ৭৯টি ব্যাগ উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। এরপর ব্যাগগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেনের নিকট হস্তান্তর করেন তিনি।
তবে কতটি ব্যাগ ঠিকাদার প্রতিষ্ঠান সরবরাহ করেছে তা সঠিক ভবে বলতে পারেনি তদারকি কর্মকর্তা(এস,ও) আলমগীর হোসেন। তিনি বলেন, মৌখিক ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন জানানো হয়েছিল।
অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন জানান, আজকের পুর্বে কেউ তাকে এবিষয়ে কিছু জানায়নি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার ম্যাধমে জানতে পেরে ব্যাগগুলো বুঝে নিতে এসেছি।