শহীদ জিয়া ছিলেন বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের পথ প্রদর্শক-সাইদুর রহমান বাচ্চু

এম দুলাল উদ্দিন আহমেদ: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর আর দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন হুমকির মুখে ঠিক এমনই একটি সংকটময় মুহুর্তে এদেশের সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লবের মধ্যদিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। মানুষ যেন পেটভরে ভাত খেতে পারে সে ব্যবস্থাও নিশ্চিত করেছিলেন তিনি। আজকে আমরা যে, ধানের চালের ভাত খাচ্ছি সে ধানও ফিলিপাইন থেকে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এতেই তিনি ক্ষ্যান্ত ছিলেন না,কীভাবে ধান উৎপাদন, রোপণ ও বোপন করতে হয় এবং কৃষি জমিতে সেচ দিতে হয়,সে বিষয়টিও মাথায় রেখে তিনি কৃষি জমিতে সেচের ব্যবস্থা নিশ্চিত করাসহ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর সে ধারাবাহিকতায় তিনি বিদেশ থেকে গভীর নলকূপ ও শ্যালো মেশিন আমদানী করেছিলেন। এছাড়াও কৃষি জমিতে সহজ উপায়ে পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য খাল খনন করেছিলেন। সুজলা,সুফলা ও শস্য শ্যামলা কৃষি নির্ভরশীল বাংলাদেশকে তিনি মডেল হিসেবে বিশ্বের দরবারে অধিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয় তিনি অন্ন,বস্ত্র,বাসস্থান,চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি কৃষিক্ষেত্রের ব্যাপক উন্নয়ন সাধনসহ কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন। এছাড়াও বিশেষ কৃষি ঋণ কর্মসূচী, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচীসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কৃষকদল ঘোষিত সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৩ মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন কৃষকদল আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সাইদুর রহমান বাচ্চু আরো বলেন, দেশের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচী ঘোষনা করেছিলেন। এরমধ্যে কৃষি ছিল অন্যতম। কৃষি ও কৃষকের উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ নেন তিনি। তিনিই ছিলেন বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের একমাত্র পথ প্রদর্শক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠার পর পর কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উন্নয়নের জন্য কৃষক দল গঠন করেছিলেন। কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি বিভিন্ন কার্যক্রম শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায়ও কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এসময় কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সুন্দর আগামীর প্রত্যাশায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য কৃষকসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানান। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ৮টায় কৃষক সমাবেশ আয়োজন কমিটির সভাপতি রুসুম নেওয়াজ তুহিনের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের যুগ্নআহবায়ক তোফাজ্জল হো‌সেন ভূইয়ার সঞ্চালনায় গুপিরপাড়া নেওয়াজ গার্ডেনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা ও দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দ ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব শাহাদত হোসেন ভুইয়া ঠান্ডু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.নাজমুল ইসলাম,জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী,সদর উপজেলা কৃষকদলের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ছোনগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক ফজল হক প্রমুখ। এসময় জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ,জেলা কৃষকদলের সদস্য সচিব শাহাদত হোসেন ভুইয়া ঠান্ডু,সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক,সাবেক কোষাধ্যক্ষ সায়েদুল ইসলাম খান চৌধুরী ইমন,জেলা ছাত্রদলের সহসভাপতি রোহিত হাসান রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফজ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা জুয়লসহ বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের

সাহসিকতার জন্য কর্ণাটকের সেই ছাত্রীকে ৫ লাখ রুপি পুরস্কার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিষিদ্ধ ঘিরে তীব্র উত্তেজনার মাঝে মুসলিম এক ছাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন। গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর ‘জয় শ্রী রাম’

২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি

ঠিকানা টিভি ডট প্রেস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও ২০২৫ সালের মধ্যেই ভোট চায় দেশের অন্যতম প্রধান

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে। সেদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‌‘উত্তপ্ত’ বৈঠকের পর পূর্ব আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস থেকে চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষককে হত্যা চেষ্টা থানায় অভিযোগ

জুয়েল রানা উল্লাপাড়া সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী উচ্চ বিদ্যালয়ে, প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষককে হত্যা চেষ্টা থানায় অভিযোগ হয়েছে