নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দার ২৩–২৪ আগস্ট ঢাকা সফর করবেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পরিসর ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু স্থান পাবে।
তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন। সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকা–ইসলামাবাদের শীতল সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তান সম্প্রতি সক্রিয় হয়েছে। গত এপ্রিলেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। সেই ধারাবাহিকতায় এবার আসছেন ইসহাক দার।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পালাবদলের পর পাকিস্তান দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদারে উদ্যোগী হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে দারের ঢাকা সফরের পরিকল্পনা থাকলেও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.