অনলাইন ডেস্ক: জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল মোটামুটি নিষ্প্রাণ, তবে বিশ্বকাপজয়ী দলটি লিওনেল মেসিকে বিশ্রামে রেখেও প্রথমার্ধের গোলে জয় নিশ্চিত করেছে।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। কোমোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ নিকো পাজকে এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ দেন কোচ লিওনেল স্কালোনি। তিনি মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণে রাখেন এবং এক পর্যায়ে পোস্টে বল লাগিয়ে গোলের খুব কাছাকাছি চলে আসেন।
শেষ পর্যন্ত ৩১তম মিনিটে লিড নেয় আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলার রক্ষণভাগে গোলমাল থেকে বল পেয়ে লাউতারো মার্তিনেজ পাস দেন লো সেলসোর দিকে। তার শটটি খুব জোরালো না হলেও, গোলরক্ষকের গায়ে লেগে বল জালে প্রবেশ করে।,
দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজ দুটি ভালো সুযোগ পেলেও গোল পাননি। লাউতারোও আক্রমণে আরও সক্রিয় হন, কিন্তু শেষ পাসের অভাব এবং ছন্দহীনতায় আক্রমণগুলো ফলপ্রসূ হয়নি।
ভেনেজুয়েলাও ম্যাচের শেষ দিকে কিছুটা চাপ সৃষ্টি করে এবং একবার বল ক্রসবারে লাগে। স্কালোনির দল বদল আনার পর কিছুটা গতি হারায়। মেসির অনুপস্থিতিতে আক্রমণের তীক্ষ্ণতাও কমে যায়। ম্যাচের শেষ মুহূর্তে মার্তিনেজ আরেকটি গোলের সুযোগ পান, তবে ভেনেজুয়েলার গোলরক্ষকের অসাধারণ ডাবল সেভে তা প্রতিহত হয়, ফলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.