চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা ট্রমা সেন্টারটি শীঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বুধবার (২৩ জুলাই) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে হাটহাজারী ও লোহাগাড়ায় দুইটি ট্রমা সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে লোহাগাড়ার ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। তবে আওয়ামী লীগ সরকার উদ্বোধনের পরও সেবা চালু করেনি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি জানান, সেন্টার চালুর বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পিএস-এর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং শীঘ্রই তা চালুর ব্যবস্থা করা হবে বলে আশা প্রকাশ করেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন, “এই দেশ কোনো গোষ্ঠীর নয়; এটি আমাদের সবার। তাই মিলেমিশে সবাইকে নিয়ে আমরা সমৃদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, জামায়াত লোহাগাড়া শাখার সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, জামায়াত নেতা চৌধুরী মো. ছালেহ, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.