লোটাস কামালের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আ হ ম মুস্তফা কামাল, যিনি ‘লোটাস কামাল’ নামে পরিচিত, ক্রীড়াজগতের একজন পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিকানা ছিল তাঁর পরিবারের হাতে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে এখন নানা প্রশ্ন উঠেছে। একাধিক অভিযোগে তাঁকে দুর্নীতির ‘অলরাউন্ডার’ হিসেবেও অভিহিত করা হচ্ছে।

পাঁচবার কুমিল্লা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ২০১৪ সালে পরিকল্পনামন্ত্রী এবং ২০১৯ সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময়কালেই ব্যাংক খাত, শেয়ারবাজার, সরকারি প্রকল্প এবং নিয়োগবাণিজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে।

অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন খেলাপি ঋণ বাড়তে দেওয়া হবে না। অথচ তাঁর মেয়াদেই খেলাপি ঋণ ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। এস আলম গ্রুপের হাতে একাধিক ব্যাংক চলে যাওয়া, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডি নিয়োগে ঘুষ গ্রহণ এবং সরকারি ব্যাংককে বিশেষ প্রতিষ্ঠানকে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

শেয়ারবাজার কেলেঙ্কারি, অর্থপাচার ও সম্পদ গোপনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে জমা দেওয়া সর্বশেষ হলফনামা অনুযায়ী, লোটাস কামালের নিজস্ব অস্থাবর সম্পদের পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ টাকা হলেও স্ত্রী কাশমেরী কামালের সম্পদ দেখানো হয়েছে ৬২ কোটি ২৭ লাখ টাকা। তাঁদের পরিবারের নামে শত কোটি টাকার সম্পদ স্থানান্তরের তথ্য রয়েছে সেই হলফনামায়।

তাঁর এলাকা কুমিল্লায় সরকারি প্রকল্প বরাদ্দে প্রভাব খাটিয়ে নিজের বাড়ির পাশেই শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করান। এ প্রকল্পসহ আরও একটি নলেজ পার্ক নির্মাণের ক্ষেত্রেও তাঁর স্বজনদের নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটের মাধ্যমে কাজ আদায় এবং উপকরণ সরবরাহের অভিযোগ রয়েছে। ফলে এসব প্রকল্প বাস্তবতায় তেমন সুফল বয়ে আনেনি বলে স্থানীয়রা দাবি করেন।

এছাড়া খাল খনন, টিআর-কাবিখা প্রকল্প, ম্যানেজিং কমিটি নিয়োগ, শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং বদলির ক্ষেত্রেও ঘুষ গ্রহণ ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ রয়েছে তাঁর ভাই গোলাম সারোয়ার, এপিএস কে এম সিংহ রতনসহ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। স্থানীয় রাজনীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণে তিনি স্বজনদের সক্রিয়ভাবে ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

লোটাস কামালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষ হলেও, এ অভিযোগগুলো দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির বিস্তারের প্রমাণ হিসেবে উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব অভিযোগ দেশের ব্যাংকিং খাত, শেয়ারবাজার এবং প্রশাসনিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদের দিনে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গাজায় ঈদুল আজহার দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা

রায়গঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা 

মো: মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে

নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থী-অভিভাবকের বিক্ষোভ ও মানববন্ধন 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল

‘আওয়ামী লীগ-বিএনপির সমঝোতার পাঁচ প্রস্তাব আলোচনার টেবিলে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ উজ্জীবিত, বিএনপি হতাশ। আর হতাশ বিএনপি হতাশা কাটানোর জন্য এখন নতুন করে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের

রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেয়া হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দেয়া হবে। সম্প্রতি একটি