লোকসভা নির্বাচন: অন্তিম দফায় ভোটগ্ৰহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সবার কৌতূহলের অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে চলেছে। অন্তিম দফা/সপ্তম দফায় ভোটগ্রহণ আজ। এরপর শুধু ফলাফলের অপেক্ষা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে দেশটির নির্বাচন কমিশন চূড়ান্ত ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে ৪ জুন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে বিবেচিত এই দেশটিতে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গত ১৯ এপ্রিল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে ভোট দিচ্ছেন তারা। সে অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করতে বিজয়ী দলের প্রয়োজন হবে ২৭২টি আসন।

ভারতের নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, আজ ভোট হবে ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯০৪ জন। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনেও বিজয়ী হলে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সেক্ষেত্রে কোনো ধরনের নতুন চমক না দেখা গেলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। অধিকাংশ বিশ্লেষণে লড়াইয়ে এনডিএ জোটকে এগিয়ে রাখা হলেও কারো কারো মতে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ২৬ দলের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট এবার বিজেপির জন্য লড়াইকে আরো কঠিন করে তুলতে পারে।

ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও (আপ) এ জোটের সঙ্গে আছে।’

এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কমে যাওয়ায় ক্ষমতাসীন বিজেপির জন্য কিছুটা দুশ্চিন্তার বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথম চার দফার ভোটগ্রহণে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৭ শতাংশ, যা ২০১৯ সালের নির্বাচনের প্রথম চার দফার চেয়ে কম। তবে ভোটারদের উপস্থিতি সবচেয়ে কম ছিল পঞ্চম দফায়। এতে অংশ নিয়েছিল ৬২ দশমিক ২ শতাংশ ভোটার। আর সর্বশেষ ষষ্ঠ দফার ভোটগ্রহণে অংশ নেয় ৬৩ দশমিক ৩৭ শতাংশ।

সপ্তম ধাপের নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লড়ছেন উত্তর প্রদেশের বারাণসী আসনে। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের প্রার্থী অজয় রাই।

শেষ ধাপের আরেক আলোচিত প্রার্থী কঙ্গনা রানাওয়াত। বলিউডের এ তারকা লড়ছেন হিমাচল প্রদেশের রান্দি আসন থেকে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের গোল্ডেন হারবার আসনে তৃণমূলের হয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক ব্যানার্জি। এছাড়া হিমাচল প্রদেশের হামিরপুর আসনে বিজেপির হয়ে লড়ছেন আলোচিত প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরুর দিন অর্থাৎ ১৯ এপ্রিল লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ভোট হয় ১০২টিতে। ২৬ এপ্রিল দ্বিতীয় ধাপে ভোট হয় ৮৯ আসনে। তৃতীয় ধাপের ভোট হয় ৭ মে। এদিন ভোট হয় ৯৪ আসনে। ১৩ মার্চ চতুর্থ ধাপে ভোট হয় ৯৬ আসনে। ২০ মে হয় পঞ্চম ধাপের ভোট। এদিন ভোট হয় ৪৯টি আসনে। আর ২৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপে ভোট হয় ৫৭ আসনে। এবার ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮০ লাখের বেশি, যার কারণে এটি হতে যাচ্ছে বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ নির্বাচন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘চলতি বছরের ফিতরা কত জানাল ইসলামিক ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক: এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ’) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল

পাকিস্তানে আবারও ভোটের ঘোষণা’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি আসনের একাধিক ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রগুলোতে নতুন করে আগামী ১৫ ফ্রেব্রুয়ারি ভোটের ঘোষণা দিয়েছে দেশটির

‘নির্বাচন বাতিলে ত্রিমুখী ষড়যন্ত্র’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পরপর নতুন সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র এখনও চলছে। আর সেই ষড়যন্ত্র এখন দৃশ্যমান হয়েছে। বিভিন্ন

বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

ঠিকানা টিভি ডট প্রেস: বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলা সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে

৩ ডাকাত সদস্যের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ৩ ডাকাত আত্মসমর্পণ করছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। সন্ধ্যার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদের আটক করে নিয়ে গেছে যৌথবাহিনী। ডাকাত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’, আঘাত হানবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’। উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম