অনলাইন ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে তথ্য দিয়েছেন লেবানিজ জনস্বাস্থ্য মন্ত্রণালয়।সোমবার রাতে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,গত ১৩ মাসে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতে ৩ হাজার ২ জন নিহত এবং ১৩ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৮৯ জন নারী ও ১৮৫ জন শিশু রয়েছে।
ইসরায়েলের দাবি,তাদের আক্রমণে শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী এবং বোমা হামলার শিকার লেবাননের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মতে,বেসামরিক নাগরিকদের মধ্যে নিহতের সংখ্যা অনেক বেশি।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে,গত বছরের অক্টোবর থেকে প্রতিদিন গড়ে একজন শিশু নিহত এবং দশজন শিশু আহত হচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন,হাজার হাজার শিশু,যারা এই চলমান বোমাবর্ষণের কবল থেকে বেঁচে গেছে, তারা এখন সহিংসতা এবং বিশৃঙ্খলায় গভীর মানসিক বিপর্যয়ে ভুগছে।
সংঘাতের কারণে প্রায় ১২ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে,যা লেবাননের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি। দেশটির বিভিন্ন অঞ্চল ত্যাগ করে শরণার্থীরা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত কয়েক সপ্তাহে লেবানন থেকে প্রায় ২৮ হাজার মানুষ ইরাকে আশ্রয় নিয়েছেন এবং সিরিয়ায় চলে গেছেন প্রায় ৪ লাখ ৭২ হাজার লেবানিজ শরণার্থী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, লেবাননে জরুরি চিকিৎসা সেবার ওপর ২০১টি হামলা হয়েছে, যার ফলে ১৫১ জন নিহত হয়েছেন। সহিংসতার কারণে ত্রাণ কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি অভিযোগ করেছেন যে, ইসরায়েল আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে। তার মতে, ইসরায়েলের কূটনৈতিক সংকেতগুলো নির্দেশ করে, তারা সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নীতিতেই অবিচল।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.