লালমনিরহাটে কুকুরের দুধ পান করছেন ছাগলছানা

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে। লেজ নাড়তে-নাড়তে তার দিকে ছুটে এল কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে লেগে গেল।

কুকুরটিও পরম মাতৃস্নেহে তার দুধ পান করাতে লাগল।

রোববার সরেজমিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে দেখা মিলল এমন দৃশ্যের।

বিরল এ দৃশ্য দেখে সবাই অবাক হচ্ছেন!

খোঁজ নিয়ে জানা গেছে, হাবিব রানার বাড়িতে ১৬টি ছাগল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা দিয়েছে। সব ছানাকে ঠিক মত দুধ দিয়ে পেরে ওঠে না মা ছাগলেরা।

কুকুরের বিরল মাতৃস্নেহ

এদিকে, বছর দুই ধরে ওই বাড়িতে বাস করা একটি কুকুরও ছানা প্রসব করে সপ্তাহখানেক হল।

বাড়ির অন্য পোষা প্রাণীদের খাবার দিলে মা কুকুরটিও একসঙ্গে খায়।

এভাবেই বাড়ির গৃহপালিত প্রাণীদের সঙ্গে নিবিড় ভালোবাসা জন্মায় কুকুরটির। সম্পর্কের এক পর্যায়ে ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে।

এখন তৃষ্ণা পেলেই ছাগলের কয়েকটি ছানা এদের মায়ের দিকে না গিয়ে ছুটে যায় কুকুরটির কাছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই কুকুরের দুধ পান করে।

কুকুরের বিরল মাতৃস্নেহ

বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, “প্রায় দুই বছর থেকে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। মা ছাগলগুলো খাদ্যের খোঁজে বাইরে গেলে কয়েকটি বাচ্চাকে কুকুরটিই দুধ পান করাচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি, এত কোনো সমস্যা নেই। তাই আমরাও এতে বাধা দিই না।”

উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, “কুকুর ও ছাগল ছানাগুলোর মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি একটি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।”

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, “কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই বিরল। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী। এখানে নেতিবাচক কোনো দিক নেই।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ইসরায়েলি বর্বরতার ১০০ দিন, গাজায় নিহত ছাড়াল ২৪ হাজার’

আন্তর্জাতিক ডেস্ক: রোববার গাজায় ইসরায়েলি হামলার ১০০ দিন পূর্ণ হয়েছে। এদিন রাতেও গাজায় দুটি হাসপাতাল, একটি বালিকা বিদ্যালয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।

আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ

সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজে স্বাস্থ্য বিভাগের তদন্ত দল

সিরাজগঞ্জ প্রতিনিধি: গুলি করে শিক্ষার্থীকে আহত করার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত দল তদন্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। মঙ্গলবার (৫ মার্চ’)

আসাদুজ্জামান খান, নানক ও নাছিম দেশ ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে গেছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য (এমপি), দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ পুলিশের বেশ

সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে মাত্র দুইশ-তিনশ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাৎ এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য

সমন্বয়কের ওপর ছাত্রদলের হামলার পরিকল্পনার খবরে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হামলায় মদদদাতা শিক্ষকদের পদত্যাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর ওপর হামলার পরিকল্পনার বিচারসহ তিন