লালমনিরহাটে কুকুরের দুধ পান করছেন ছাগলছানা

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে। লেজ নাড়তে-নাড়তে তার দিকে ছুটে এল কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে লেগে গেল।

কুকুরটিও পরম মাতৃস্নেহে তার দুধ পান করাতে লাগল।

রোববার সরেজমিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে দেখা মিলল এমন দৃশ্যের।

বিরল এ দৃশ্য দেখে সবাই অবাক হচ্ছেন!

খোঁজ নিয়ে জানা গেছে, হাবিব রানার বাড়িতে ১৬টি ছাগল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা দিয়েছে। সব ছানাকে ঠিক মত দুধ দিয়ে পেরে ওঠে না মা ছাগলেরা।

কুকুরের বিরল মাতৃস্নেহ

এদিকে, বছর দুই ধরে ওই বাড়িতে বাস করা একটি কুকুরও ছানা প্রসব করে সপ্তাহখানেক হল।

বাড়ির অন্য পোষা প্রাণীদের খাবার দিলে মা কুকুরটিও একসঙ্গে খায়।

এভাবেই বাড়ির গৃহপালিত প্রাণীদের সঙ্গে নিবিড় ভালোবাসা জন্মায় কুকুরটির। সম্পর্কের এক পর্যায়ে ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে।

এখন তৃষ্ণা পেলেই ছাগলের কয়েকটি ছানা এদের মায়ের দিকে না গিয়ে ছুটে যায় কুকুরটির কাছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই কুকুরের দুধ পান করে।

কুকুরের বিরল মাতৃস্নেহ

বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, “প্রায় দুই বছর থেকে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। মা ছাগলগুলো খাদ্যের খোঁজে বাইরে গেলে কয়েকটি বাচ্চাকে কুকুরটিই দুধ পান করাচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি, এত কোনো সমস্যা নেই। তাই আমরাও এতে বাধা দিই না।”

উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, “কুকুর ও ছাগল ছানাগুলোর মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি একটি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।”

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, “কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই বিরল। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী। এখানে নেতিবাচক কোনো দিক নেই।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল

ঠিকানা টিভি ডট প্রেস: দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল

অভিযোগের কাঠগড়ায় চার নেতা,‘ক্যাম্পাসছাড়া’ ছাত্রলীগের ক্যাম্পাসে ফেরা স্বাভাবিক হবে তো?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতাদের রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আগামী দিনে সরকার সমর্থিত এই ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম কীভাবে চলবে-তা

‘মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে মধ্য রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি হলো ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ‘ভার্সিটি

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও কাশ্মীরে দুটি মসজিদসহ অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে চালানো এই হামলায় অন্তত ৮জন নিহত এবং ৩৫

বিদ্যালয়ের ১৬ জনই প্রধান শিক্ষকের আত্মীয়

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবার ও আত্মীয়দের নিজ বিদ্যালয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত

‘সাগর-রুনি হত্যা: এক যুগেও শেষ হয়নি ‘৪৮ ঘণ্টা’’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির পরিবার ও সহকর্মীদের জন্য আরও একটি হতাশার দুঃখের বছর। দীর্ঘ এক যুগ অর্থাৎ ১২ বছর পেরিয়ে