
নিজস্ব প্রতিবেদক: শারীরিক অবস্থা অনুকূল থাকলে আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে থাকবেন কয়েকজন ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিক্যাল বোর্ডের শীর্ষ চিকিৎসকরা। রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সফরকারী দলে চিকিৎসকদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের মধ্যে আছেন ডা. শাহাবউদ্দিন ও ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বেগম জিয়ার পাসপোর্ট নবায়ন এবং যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ১৫ জনের একটি সফরকারী দলের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে তিনি কোন ফ্লাইটে যাত্রা করবেন, তা নিশ্চিত হয়নি এখন পর্যন্ত।’
২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর থেকে বেশ কয়েকবার শারীরিক জটিলতায় পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিজের বাসায় অবস্থান করছেন তিনি। তার পরিবার এবং চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে লন্ডন, পরে সম্ভবত যুক্তরাষ্ট্র বা জার্মানির কোনো মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল সেন্টারে নেয়ার পরিকল্পনা রয়েছে।
দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার এই সফর চিকিৎসা সম্পর্কিত হওয়ায় কর্মসূচি নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে নেতাকর্মীরা তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারেন।’