ফাটাফাটি’ ছবির দুর্দান্ত সাফল্যের পর হাওয়ায় ভাসছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর উড়াল দেন লন্ডনের উদ্দেশে। সেখানে গিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসলেন অভিনেত্রী।
জানা গেছে, লন্ডনে ‘আপনজন’ সিনেমার শুটিংয়ে যান ঋতাভরী। দুদিন আগেই সেখানে পৌঁছেছেন তার মা। কিন্তু এসবের মাঝেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেই ঘাবড়ে দিয়েছেন তিনি। মাথার একপাশ দিয়ে রক্ত গাল বেয়ে পড়ছে। কী করে ঘটল এমন ঘটনা?
গম্ভীর মুখে এই ছবি পোস্ট করে কিছুটা রহস্যের জন্ম দিলেও পরক্ষণেই জানিয়ে দেন শুধুমাত্র কাজ করছেন তিনি। অনুরাগীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। চরিত্রেই প্রয়োজনেই নিতে হয়েছে এমন সাজ। অবশ্য এখন মায়ের আদরে বেশ ভালো সময় কাটছে ঋতাভরীর।
ফাটাফাটি’ ছবিতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছেন এ অভিনেত্রী। এই ছবির জন্য ২৫ কেজি ওজন বাড়ানোর পাশপাশি সমাজের উদ্দেশ্যে এক নিদারুণ বার্তাও দিয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করে আবির চট্টোপাধ্যায়। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি পরিচালনা করেন অরিত্র মুখোপাধ্যায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.