
ডেস্ক রিপোর্ট: লন্ডনের কিংসমিডো ঈদ্গাহে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বরাবরের মতোই নেতাকর্মীরা জড়ো হন ঈদ্গাহ ময়দানে।’
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করেন। এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন তিনি।
২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জেষ্ঠ্য সন্তান তারেক রহমান।’