লঘুদণ্ড থেকে অব্যাহতি পেলেন ইসি কর্মকর্তা শফিকুল

অসদাচরণ’ এবং ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগে লঘুদণ্ডপ্রাপ্ত নির্বাচন কমিশন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে চলমান শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির আদেশক্রমে এ অব্যাহতি দিয়েছে ইসি।

সোমবার (৩ জুলাই) নির্বাচন কমিশনের ওয়েব সাইটে ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতির বিষয়টি জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আদেশে বলা হয়, ‘যেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) এর বিরুদ্ধে স্মারক নং-১৭.০০.০০০০.০৮৩,২৭.০১৮.২২-১৬৯, তারিখ: ১৯ এপ্রিল ২০২২ মূলে বিভাগীয় মামলা নং-০৯/২০২২ রুজু করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী আনীত “অসদাচরণ” এবং বিধি ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ২(ঘ) অনুযায়ী স্মারক নং-১৭.০০,০০০০,০৮৩,২৭.০১৮,২২-৩৭২, তারিখ: ২১ নভেম্বর ২০২২ মূলে তার বেতন স্থায়ীভাবে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে’ অবনমিতকরণ করা হয়। অর্থাৎ তিনি বর্তমান ৯ম গ্রেডে ৩৯ হাজার ৫৭০ টাকা বেতন আহরণ করেন। তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তার মূল বেতন ৯ম গ্রেডের নিম্নতর ধাপ তথা ২২ হাজার টাকায় স্থায়ীভাবে অবনমিতকরণ সংক্রান্ত লঘুদণ্ড দেওয়া হয়।

আদেশে আরও জানানো হয়, যেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) ওই দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডাদেশ মওকুফ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গত ২০ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি বরাবর আপিল আবেদন করেন। মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ হয়ে তার আপিল আবেদন বিবেচনা করে আপিল আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিল করেন।

সেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ)-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ২(ঘ) অনুযায়ী তার বেতন স্থায়ীভাবে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে’ অবনমিতকরণ সংক্রান্ত লঘুদণ্ড বাতিলপূর্বক ওই বিভাগীয় মামলায় বর্ণিত অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় আটক হলেন ২৫২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে ২৫২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

অ্যাম্বুলেন্স চালক শাহিনের মিথ্যা মামলায় ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ এনায়েতপুর থানার মন্ডলপাড়া গ্রামে এক তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে চাঁদাবাজি মামলা দায়ের করায় এলাকার সাধারণ জনগণ এটাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ

৩০০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার

মধ্যপ্রদেশের সেহোরে ৩০০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া সৃষ্টি নামের সেই শিশুকে জীবিত উদ্ধার করা গেল না। ৫০ ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে তুলে হাসপাতালে নিয়ে

একুশে টিভির ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে টিভি ভবনের নিচতলায় একটি কফিশপে আগুন লেগেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার

সিগারেট ছাড়ার ৭ সহজ উপায়

একবার বিড়ি-সিগারেটের নেশায় পড়লে তা থেকে পাকাপাকিভাবে নিজেকে সরিয়ে আনা মোটেই সহজ নয়। সিগারেট যে কতটা ক্ষতিকর তা এখন ইন্টারনেটের দৌলতে ছোট বাচ্চাও জানে। কিন্তু