লঘুদণ্ড থেকে অব্যাহতি পেলেন ইসি কর্মকর্তা শফিকুল

অসদাচরণ’ এবং ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগে লঘুদণ্ডপ্রাপ্ত নির্বাচন কমিশন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে চলমান শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির আদেশক্রমে এ অব্যাহতি দিয়েছে ইসি।

সোমবার (৩ জুলাই) নির্বাচন কমিশনের ওয়েব সাইটে ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতির বিষয়টি জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আদেশে বলা হয়, ‘যেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) এর বিরুদ্ধে স্মারক নং-১৭.০০.০০০০.০৮৩,২৭.০১৮.২২-১৬৯, তারিখ: ১৯ এপ্রিল ২০২২ মূলে বিভাগীয় মামলা নং-০৯/২০২২ রুজু করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী আনীত “অসদাচরণ” এবং বিধি ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ২(ঘ) অনুযায়ী স্মারক নং-১৭.০০,০০০০,০৮৩,২৭.০১৮,২২-৩৭২, তারিখ: ২১ নভেম্বর ২০২২ মূলে তার বেতন স্থায়ীভাবে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে’ অবনমিতকরণ করা হয়। অর্থাৎ তিনি বর্তমান ৯ম গ্রেডে ৩৯ হাজার ৫৭০ টাকা বেতন আহরণ করেন। তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তার মূল বেতন ৯ম গ্রেডের নিম্নতর ধাপ তথা ২২ হাজার টাকায় স্থায়ীভাবে অবনমিতকরণ সংক্রান্ত লঘুদণ্ড দেওয়া হয়।

আদেশে আরও জানানো হয়, যেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) ওই দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডাদেশ মওকুফ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গত ২০ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি বরাবর আপিল আবেদন করেন। মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ হয়ে তার আপিল আবেদন বিবেচনা করে আপিল আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিল করেন।

সেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ)-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ২(ঘ) অনুযায়ী তার বেতন স্থায়ীভাবে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে’ অবনমিতকরণ সংক্রান্ত লঘুদণ্ড বাতিলপূর্বক ওই বিভাগীয় মামলায় বর্ণিত অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালীতে ১৬টি দেশীয় অস্ত্র সহ ১২জলদস্যু গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যরাতে বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন

তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিমার্জন হচ্ছে শরীফার গল্প’

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাওয়ার পর থেকেই বইয়ে থাকা বিভিন্ন বিষয় বিতর্কের জন্ম দেয়। সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয় ‘শরীফার

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

সিরাজগঞ্জ শাহজাদপুরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের গুধিবাড়ী ও পোতাজিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সংখালঘু নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।’ শুক্রবার (০১ মার্চ) দুপুরে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর

অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্ক

নিউজ ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর আগামী অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে দুইটি লঘুচাপের আভাস