পটুয়াখালী প্রতিনিধিঃ সক্রিয় রয়েছে দক্ষিন পশ্চিম মৌসমুী বায়ু। আর পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে পটুয়াখালীতে গত তিন দিন গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। তবে রাতে বৃষ্টির পরিমান কিছুটা কমলেও ভোর থেকে উপকূলীয় এলাকায় ফের শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তি পড়েছে সকল শ্রেনীর মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের আমন ক্ষেত।
দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা। এছাড়া লঘুচাপের প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
লাউ চাষি মারজিয়া আক্তার বলেন, আমি লাউগাছ লাগইছি এখন দেখি অতি বৃষ্টির কারণে গাছের গোরার মাটি খোয়ে যাচ্ছে এতে করে গাছ মারা জাওয়ার সম্ভাবনা রয়েছে।
অটো চালক মো শাহাবুদ্দীন হাওলাদার বাংলা এডিশনকে বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষ জোন নাই। ট্রিপও নাই সপ্তাহ গেলেই কিস্তি কিজে করমু কিছুই বুঝতে আছি না।
পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তর থেকে মাহবুবর রহমান সুখি বাংলা এডিশনকে জানান, আগামী ৭২ ঘন্টায় অতিভারী বৃষ্টি হতে পারে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.