লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডারে গ্যাস ভরার সময় আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম নামে ২১ বছর বয়সী একজন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের এক লোকাল বাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী ও ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কালাম পেশায় রংমিস্ত্রী। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

আহতরা হলেন-নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইমসহ (২৪) ৩ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে ভোররাতে আল মদীনা নামে এক লোকাল বাস গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় চারিদিক ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন নিহত হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় প্রেরণ করা হয়। তবে অপর এক আহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

চিকিৎসক জানান, বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে নোয়াখালি ও অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসটিরও সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল তাই বিস্ফোরণ ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে নিহত ও আরো ৩ জন আহত হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমম্বয়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ জন সমন্বয়ক-সহসমন্বয়ক পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ আগস্ট’) বিকালে ৫টায় চট্টগ্রাম

উপস্থাপনায় কুরুচি, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে কিছু টেলিভিশন ও অনলাইন অনুষ্ঠানে উপস্থাপকদের কুরুচিকর ও অবান্তর প্রশ্ন নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে—এমন কনটেন্টের দায় কাদের?

মেডিকেল ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করা ও ধর্ম নিয়ে কটূক্তি, কে এই প্রতিমা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের হিজাব নিয়ে বিতর্কের রেশ না কাটতেই মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে গাইনি বিভাগের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে

এখনও ‘নিকৃষ্ট ব্যভিচারে’ লিপ্ত

দেশের কতিপয় চাঞ্চল্যকর মামলার মধ্যে ক্রিকেটার নাসির হোসাইন, সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে করা ব্যবসায়ী রাকিব হাসানের

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন

‘চট্টগ্রামে সেতু ভেঙে নদীতে পড়ল পিকআপ ভ্যান’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা-চন্দনাইশ উপজেলা সংযোগ সড়কের ‘বরকল সেতু’ ভেঙে একটি মালবাহী পিকআপসহ নদীতে পড়ে গেছে। শনিবার (২৩ মার্চ’) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা