লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর নুর আলম (ওরফে নুরু টেইলার) নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে জেলার সদর হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে। চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কী কারণে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, নুর আলম চন্দ্রগঞ্জের রাজনীতির পাশাপাশি দরজির কাজ করতেন। ৫ আগস্ট সরকারের পতনের পর নুর আলম ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত নুর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় পিটিয়ে তাঁকে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করা হয়। নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, বিএনপির সমর্থক ১৫-২০ জনের একদল সন্ত্রাসী গতকাল রাত ৯টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরে হামলা চালায়। এ সময় আমার বাবা নুর আলমকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়নাল আবেদিন বলেন, নুর আলমকে হাসপাতালে আনার আগে মারা গেছে। তবে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদত্যাগ করবেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন? এই প্রশ্নটি আজ সারাদিন ধরে বিএনপিতে আলোচিত হয়েছে, পল্লবিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক’

ঠিকানা টিভি ডট প্রেস: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি’) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের

‘মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নামলে কোটাবিরোধীরা টিকতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নামলে কোটাবিরোধী আন্দোলনকারীরা এক মুহূর্তও টিকতে পারবে না এমনটাই মন্তব্য করেছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। শনিবার

জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিতে ব্যাপক পরিবর্তন আসেছে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালায়ন করেন শেখ হাসিনা; আওয়ামী

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুদের সংখ্যা: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ৬৫ বছরে হিন্দু জনগোষ্ঠী কমেছে। অন্যদিকে এই সময়ের মধ্যে বেড়েছে সংখ্যালঘু বা মুসলিমদের সংখ্যা। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপের ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে