
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন পাচারকারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, র্যাব-১২ এর অধিনায়ক এর দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে অভিযান চালায়। অভিযানে স্থানীয় জনৈক মাওলানা মোঃ আল-আমিনের পুকুরপাড়ে একটি মাছের খাবারের টিনের ঘরে লুকানো অবস্থায় বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ নাসিম উদ্দিন (২৮), পিতা- মোঃ আঃ সালাম
২. মোঃ ফরিদ প্রামাণিক (৩৫), পিতা- মৃত আলিমুদ্দিন প্রামাণিক
৩. মোঃ বুলবুল আহাম্মেদ (৪০), পিতা- মৃত রইস উদ্দিন
তিনজনই বগুড়া জেলার শেরপুর থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি তারা নিজের হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের পরিকল্পনা করছিল।
র্যাব-১২ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় Antiquities Act অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে চোরাচালান ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানও সেই ধারাবাহিক অংশ হিসেবে পরিচালিত হয়েছে।