নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও প্রকৃত সমাধানে পৌঁছানোর জন্য কক্সবাজারে অনুষ্ঠিতব্য সম্মেলনটি একটি বড় সুযোগ। জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি বৃহত্তর আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে এবং কক্সবাজারের এই সম্মেলনটি তার প্রস্তুতিমূলক একটি অংশ।,
রোববার (১৭ আগস্ট) ঢাকায় থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের একটি ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি কূটনীতিকদের আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্রিফিংয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।,
ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. রহমান বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে সমর্থন করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট সমর্থন নির্দেশ করে।
এই সম্মেলনটির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো রোহিঙ্গা এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেওয়া।
তিনি জোর দিয়ে বলেন, এই সম্মেলনে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নগুলোকে তুলে ধরার প্রচেষ্টা চলছে। যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়, তাই তাদের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশ এই প্রক্রিয়াতে নেতৃত্ব দিচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.