নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১ দেশ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।
আজ সোমবার সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের সেনা অভিযান রোহিঙ্গাদের যে বিপুল বাস্তুচ্যুতি ঘটিয়েছে, আট বছর পরও তার প্রভাব বহাল রয়েছে। বর্তমানে বাংলাদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের সংখ্যা এখনও বাড়ছে।
১১ দেশ রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করে জানায়, রাখাইনের ক্রমাবনতিশীল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির মধ্যেও তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়, যারা রোহিঙ্গাদের আশ্রয়, নিরাপত্তা এবং মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে চায়। তবে মিয়ানমারে এখনো এমন পরিবেশ তৈরি হয়নি, যাতে তারা নিরাপদে, স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ফিরে যেতে পারে। এজন্য মূল কারণ নিরসন জরুরি। সব পক্ষকে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
১১ দেশ মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলে, সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তারা আটককৃতদের মুক্তির দাবি ও আন্তর্জাতিক জবাবদিহি প্রক্রিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এছাড়া রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কক্সবাজারবাসীকেও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
যৌথ বিবৃতির শেষাংশে বলা হয়, আট বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে অটলভাবে রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.