নিজস্ব প্রতিবেদক: ভারি বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') শামীম হোসেন।
নিহতরা হলেন ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) ও ক্যাম্প-৮ ইস্টের ৪১ নম্বর ব্লকের মো. আলমের (বাঙ্গালি) ছেলে সিফাত (১৩)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম হোসেন বলেন, বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১ ব্লকে পাহাড় ধসে মো. আনোয়ার হোসেন নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান। অপরদিকে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪১ নম্বর ব্লকে পাহাড় ধসে সিফাত নামে ১৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সিফাত তার মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
তিনি বলেন, পাহাড় ধসের ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.