নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামীকাল রোববার ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরবেন।
রোববার (১১ আগস্ট') বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির বলেন, সালাউদ্দিন আহমেদ রোববার বেলা ১১টায় দিল্লি থেকে রওয়ানা দেবেন। দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।
এর আগে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.