নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি কটূক্তি তীব্র আকার ধারণ করেছে।
ঘটনার সূত্রপাত রবিবার নির্বাচন ভবনে। শুনানিতে বিএনপির পক্ষ থেকে রুমিন ফারহানা খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করলে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ খসড়ার বিপক্ষে কথা বলেন। একপর্যায়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়।
পরে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ রুমিনকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ আখ্যা দেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রুমিন গত ১৫ বছরে সরকারের নানা সুবিধা ভোগ করেছেন।
এর জবাবে সোমবার রাতে নিজের ফেসবুক পেজে হাসনাতকে কটাক্ষ করেন রুমিন ফারহানা। তিনি পোস্টে লেখেন, “এটা ঐ ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগবিষয়ক সম্পাদক বলেছে?”
পোস্টে হাসনাতের একটি ছবি যুক্ত করে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে উপস্থাপন করেন রুমিন। সেখানে দেখা যায়, তিনি ছাত্রলীগ সংক্রান্ত দেয়াললিখনের সামনে দাঁড়িয়ে আছেন। এছাড়া রুমিন ২০২০ সালে বঙ্গবন্ধুকে নিয়ে হাসনাতের লেখা ও জন্মদিন উপলক্ষে দেওয়া তার পোস্ট, সাবেক ভিসি আখতারুজ্জামানের সঙ্গে তার ছবি এবং ২০২২ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের দাবি করা একটি চিঠিও শেয়ার করেন।
রাজনৈতিক অঙ্গনে রুমিন-হাসনাতের এই বাকযুদ্ধ নিয়ে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.