জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রবাসী পরিবারভিত্তিক আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্র্যাক ব্যাংকের বিভিন্ন রেমিট্যান্সসংশ্লিষ্ট সুবিধা সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপসীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রুপসি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আয়োজনে একটি মাদ্রাসা চত্বরে বিপুল সংখ্যক রেমিট্যান্স সুবিধাভোগীদের অংশ গ্রহনে এই "উঠান বৈঠক হয়।
এসময় ব্যাংকের পাবনা রিজিওন -৬ অডিট অফিসার মোঃ আশিকুর রহমান ও মোঃ মনিরুল ইসলাম, এএফও নুরুল আলম , এজেন্ট মালিক মোঃ দেলোয়ার হোসেন সাঈদী,
রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, ইউপি সদস্য বাবলু, ইঞ্জিনিয়ার আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, প্রবাসীদের রেমিট্যান্স লোন, ২ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা মাত্র ৪% সুদে দেয়া হবে। রেমিট্যান্স এর সকল সুবিধা ও বৈধ্য ভাবে রেমিট্যান্স পঠানোর সুবিধা। অসৎ উপায়ে লেনদেনের কুফল এবং ব্র্যাক ব্যাংকে কিভাবে সহজে একাউন্ট খোলা যায়। এছাড়া প্রবাসি পরিবার একাউন্ট এ কি কি সুবিধা আছে ও ব্যাংক সিকিউরিটি নিয়ে আলোচনা করেন মো: আশিকুর রহমান ও মোঃ মনিরুল ইসলাম।
থেকে প্রবাসী পরিবার" ও "তাঁরা প্রবাসী পরিবার" একাউন্টের মাধ্যমে ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা। রেমিট্যান্স সুবিধাভোগীদের জন্য নতুন ঋণ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা ছাড়াও
গ্রাহকদের কাছ থেকে প্রশ্ন ও পরামর্শ গ্রহণ করে তাৎক্ষণিকভাবে উত্তর প্রদান। এছাড়াও, নতুন একাউন্ট খোলার জন্য অংশগ্রহণকারী গ্রাহকদের মাঝে এজেন্ট কর্তৃক শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।