জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া (৭২) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন ও পুলিশ অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষদল রাত ৮টা ৩০ মিনিটে গোহালিয়াবাড়ি হাফিজিয়া মাদরাসা মাঠে এই বীর সন্তানকে গার্ড অব অনার ও জানাযা শেষে রাত ৯ টায় হাফিজিয়া মাদরাসা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মহুমের রূহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া, অধ্যাপক আখতার হোসেন খান, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা আরশেদ আলী প্রমুখ।
স্বনামধন্য ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.