রাশিয়ার সর্ববৃহৎ হামলা ইউক্রেনে: ৭২৮ ড্রোন ও ১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক: ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার মধ্যরাতে চালানো এই হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও ড্রোনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিয়েভে অবস্থান করা এএফপির সাংবাদিকরা জানান, রাতভর বিমান হামলার সাইরেন বাজতে থাকে, আকাশে ড্রোনের গুঞ্জন এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। খমেলনিতস্কি অঞ্চলে এই হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলেনস্কি বলেন, “আমরা যখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি, ঠিক তখনই রাশিয়া এই ভয়াবহ হামলা চালালো। রাশিয়া বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করছে।” তিনি এ হামলার তীব্র নিন্দা জানান।

এ হামলার আগের রেকর্ড ছিল গত সপ্তাহে চালানো ৫৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।

এদিকে হামলার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এতে ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে। যদিও মার্কিন গণমাধ্যমের দাবি, ট্রাম্প হয়তো এই সহায়তা স্থগিতাদেশ সম্পর্কে জানতেন না।

ট্রাম্প সম্প্রতি এক মন্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “পুতিন সব সময় আমাদের জন্য ভালো ছিলেন, কিন্তু এখন তা অর্থহীন হয়ে পড়েছে। তিনি কেবল মানুষ হত্যা করে চলেছেন।”

রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়ে ট্রাম্পের বক্তব্যে ক্রেমলিন প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানায়। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ট্রাম্পের বক্তব্যের ধরন বরাবরই কর্কশ।”

এদিকে ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিল বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তবে জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা কার্যকর করেননি তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের রেকর্ড পরিমাণ হামলা এবং যুক্তরাষ্ট্রের জটিল রাজনৈতিক অবস্থান—উভয়ই বিশ্ব পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ মার্চ

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

সিরাজগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনা, ভোগান্তিতে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আধুনিক ভবন ও সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসা ও পরিবেশগত নানা

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর

আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিল

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শুনানি হবে আগামী ২১ অক্টোবর। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ