রাশিয়ার সর্ববৃহৎ হামলা ইউক্রেনে: ৭২৮ ড্রোন ও ১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক: ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার মধ্যরাতে চালানো এই হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও ড্রোনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিয়েভে অবস্থান করা এএফপির সাংবাদিকরা জানান, রাতভর বিমান হামলার সাইরেন বাজতে থাকে, আকাশে ড্রোনের গুঞ্জন এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। খমেলনিতস্কি অঞ্চলে এই হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলেনস্কি বলেন, “আমরা যখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি, ঠিক তখনই রাশিয়া এই ভয়াবহ হামলা চালালো। রাশিয়া বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করছে।” তিনি এ হামলার তীব্র নিন্দা জানান।

এ হামলার আগের রেকর্ড ছিল গত সপ্তাহে চালানো ৫৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।

এদিকে হামলার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এতে ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে। যদিও মার্কিন গণমাধ্যমের দাবি, ট্রাম্প হয়তো এই সহায়তা স্থগিতাদেশ সম্পর্কে জানতেন না।

ট্রাম্প সম্প্রতি এক মন্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “পুতিন সব সময় আমাদের জন্য ভালো ছিলেন, কিন্তু এখন তা অর্থহীন হয়ে পড়েছে। তিনি কেবল মানুষ হত্যা করে চলেছেন।”

রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়ে ট্রাম্পের বক্তব্যে ক্রেমলিন প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানায়। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ট্রাম্পের বক্তব্যের ধরন বরাবরই কর্কশ।”

এদিকে ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিল বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তবে জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা কার্যকর করেননি তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের রেকর্ড পরিমাণ হামলা এবং যুক্তরাষ্ট্রের জটিল রাজনৈতিক অবস্থান—উভয়ই বিশ্ব পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

অনলাইন ডেস্ক: ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। মঙ্গলবার ভারতের

ভাড়া বাসায় নারীসহ আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি’) রাত ২টায় নগরীর সরদারপাড়া থেকে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও

বোনের মেয়ে নিয়ে উধাও স্বামী, প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় রাবেয়া

নিজস্ব প্রতিবেদক: তিন মাসের শিশু সামিয়া এবং নয় বছরের প্রতিবন্ধী মেয়ে লামিয়া এখনো বুঝেনা মায়ের চোখের পানির ভাষা। মায়ের চোখের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে

নির্বাচন ঘিরে পুলিশ প্রস্তুত: প্রশিক্ষণ, কারিকুলাম ও মাঠপর্যায়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে