রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার এএফপি জানায়, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ইইউ ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বশেষ এই নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে।

এই নিষেধাজ্ঞার পাশাপাশি, যুক্তরাষ্ট্র-সমর্থিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত না হলে রাশিয়ার ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইইউ নেতারা।’

ইইউর এক বৈঠকে ২৭ সদস্য রাষ্ট্রের কূটনীতিকরা নিষেধাজ্ঞাগুলো অনুমোদন করেছে বলে জানিয়েছে জোটের প্রেসিডেন্সি পোল্যান্ড। ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন এ নিষেধাজ্ঞায় প্রায় ২০০টি তেল ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই ট্যাংকারগুলো রুশ তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া রুশ সেনাবাহিনীর জন্য পণ্য সরবরাহে সহায়তার অভিযোগে ভিয়েতনাম, সার্বিয়া ও তুরস্কের কিছু কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও ডজনখানেক রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞায় যুক্ত করা হচ্ছে। যার ফলে ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় আসা সংখ্যা প্রায় ২,৪০০-তে পৌঁছাবে।

নতুন নিষেধাজ্ঞায় ব্যক্তিগতভাবে কয়েকজন রাশিয়ান নাগরিকের ওপরও ব্যবস্থা নেয়া হচ্ছে।

তবে ইইউ কর্মকর্তারা বলেছেন, এ প্যাকেজটি আগের তুলনায় অপেক্ষাকৃত সীমিত। কারণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস হুঁশিয়ারি দিয়েছেন, এই সপ্তাহে শান্তি আলোচনায় ‘বাস্তব অগ্রগতি’ না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।’

তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

পুতিন ও জেলেনস্কি আলোচনায় বসলে ডোনাল্ড ট্রাম্প তুরস্কে ওই বৈঠকে যোগ দিতে পারেন। তবে এখনও ক্রেমলিন পুতিনের অংশগ্রহণের কোনো ইঙ্গিত দেয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের প্রধান দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে মশাল মিছিল ও সমাবেশ করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন। সম্প্রতি রুহুল আমিন তার

৭ জানুয়ারি নির্বাচন নিয়ে ইইউ’র চূড়ান্ত প্রতিবেদন’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন। এতে বেশকিছু বিষয়ে বাংলাদেশের প্রশংসা করা

রাজশাহীর সাবেক এমপি এনামুলের জামিন না মঞ্জুর

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ২৩ সেপ্টেম্বর ২০২৪ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে

আ.লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মাঠে নেই ঢাকার অধিকাংশ এমপি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, যখন শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করছে এবং সেই আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যুক্ত হচ্ছে, কেউ