
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম শ্রেনীর ৬৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আমীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী মিয়া, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার, গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশারফ হোসেন সহ আরো অনেকে । এছাড়াও উপজেলার ২৮ টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।#