রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবর্নগাঁতী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের অর্থ দিয়ে শিক্ষকদের ভুড়িভোজের অভিযোগ উঠেছে।
উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাঁতী উচ্চবিদ্যালে সোমবার বেলা ১২ টায় সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয় মাঠে এক ভুড়িভোজের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ২০২৫ সালের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের নামে চলছে ছাত্র-ছাত্রীদের উপর জুলুম। বিদ্যালয়ের ৭ম, ৮ম, ৯ম শ্রেণির শিক্ষার্থীরা জানান শ্রেনী ভেদে এক হাজার থেকে পনেরো শত টাকা সেশন চার্জ ও ভর্তি ফি না দেওয়ায় তাদেরকে বই দেয়া হচ্ছে না। অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল অতিরিক্ত অর্থ আদায় করে চলছে শিক্ষকদের আনন্দ উল্লাস আর প্রতিদিন দুপুরের ভুড়িভোজ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খান প্রতিবেদককে বলেন অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে না। তবে সকল শিক্ষকদের জন্য দুপুরে ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে। আপনারাও আয়োজনে অংশ গ্রহণ করতে পারেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, অর্থ আদায় ও ভুড়িভোজের বিষয়ে আমার জানা নেই তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের নিকট থেকে সেশন চার্জ ও ভর্তি ফি আদায় করে শিক্ষকদের ভুড়িভোজের বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।'