
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে উদযাপিত হয়েছে। সোমবার সকালে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে দিবসটি উপলক্ষে শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার মৌসুমি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজুরুল ইসলাম, ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার সহ আরো অনেকে।আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।