
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে মুরগি বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে মুরগি বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম সহ আরো অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজা জানান, এই উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ৫০০ জন সুবিধাভোগীকে পর্যায়ক্রমে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের মুরগি দেওয়া হয়েছে।