রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রতিবন্ধী গোলাম হোসেন পেল হুইল চেয়ার।
মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ারটি তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা।
সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি সার্বিক সহযোগিতায় এ চেয়ারটি ক্রয় করে দেন।
হুইল চেয়ারটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মুক্তাদির, সোহেল রানা, আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফাহিম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শেখ রিয়াদ প্রমুখ।
এ সময় গোলাম হোসেন বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে হুইল চেয়ারটি পেয়ে ভালো লাগছে। হুইল চেয়ার দেয়ায় তার স্ত্রী সুফিয়া বেগম নিজেও খুশি হয়েছেন বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন।#
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.