রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে "শিশু অধিকার জানি, অন্যকে জানাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি হেড মি. বার্টিন গোমেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেলথ্ ম্যানেজার কে.এম আবুল ফাত্তাহ্ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গুড নেইবারস বাংলাদেশের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর আনন্দ কুমার দাস, সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন, জি.আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, তিন নান্দিনা রাশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সিডিসি চেয়ারপারসন মুনজুয়ারা পারভীন, শিশু অধিকার পরিষদের সভাপতি আফরিনা খাতুন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব।
আলোচনা সভা শেষে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি, গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.