রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ১ হাজার ৫ শত ০৯ জন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন।
প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সোনিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গুড নেইবারস বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া প্রধান মি: যোসেফ ডায়াস সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ৪৮৭ জন শিক্ষার্থীকে কম্বল এবং ১ হাজার ২২ জন শিক্ষার্থীকে কলম, রং পেন্সিল, সার্পনার ইরেজার, কলম রাখার ব্যাগ, চাবির রিং সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.