
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর আলী মোর্তূজা, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ফয়সাল বিশ্বাস, রিয়াদ, ঈশা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে ৪ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।