
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে ‘ম্যাথ মাইস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন।
প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, প্রোগ্রাম ম্যানেজার মৌসুমি চাকমা এবং দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। এ সময় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন পার্টনার স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় উপজেলার ২২টি পার্টনার স্কুলের ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।