
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে সভাপতি ইয়াকুব আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরনবী মিয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।#