রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শহিদ উল্লাহ, সহকারী পুলিশ সুপার আলী আহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আবু শামা, সহ-সভাপতি শামীম উল্লাহ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম সহ আরো অনেকে।