
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় সুফলভোগীদের মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর ধামাইনগর ইউনিয়নে এমন ঘটনা ঘটে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রতি মাসে ৩০ কেজি করে ২০২ জন নারী উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হয়। তবে সম্প্রতি দেওয়া চাল গুলোতে পোকা, পচন ও দুর্গন্ধ পাওয়া গেছে। ফলে এসব চাল খাওয়ার উপযোগী নয়।
উপকারভোগীরা অভিযোগ করে বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তার জন্য সরকার এ কর্মসূচি চালু করলেও বাস্তবে তাদের হাতে অযোগ্য চাল তুলে দেওয়া হচ্ছে। এতে তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এ ধরনের অনিয়ম শুধু মানবিকতার ঘোর লঙ্ঘন নয়, বরং অসহায় মানুষের জীবনে তীব্র ভোগান্তি সৃষ্টি করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ বিষয়টি স্বীকার করে বলেন, “এবারের চালগুলো ভালো নয়।”
এ বিষয়ে ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন জানান, আমি চাল বিতরণের উদ্বোধন করে চলে আসছি। আমরা তো বস্তা খুলে দেখিনি। তাই এই অভিযোগের বিষয়ে জানানেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
চান্দাইকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, আমি সদ্য যোগদান করেছি, তাই এই চালের বিষয়ে আমার জানানেই। আমার পূর্ববর্তী কর্মকর্তার সময়কালে উক্ত চাউল গুলো গুদামজাত করণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, পঁচা চাল বিতরণের লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগীরা মনে করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ হবে না। তাই প্রশাসনের কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।#











