রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গর্ভবতী মায়ের সুস্থতা নবজাতকের নিরাপত্তা" এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সোমবার (৭-এপ্রিল) দুপুরে গুড নেইবারস্ সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা: মো: আবু হাসান শেখের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা:বেল্লাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশারফ হোসেন, হেলথ ম্যানেজার কেএম আবুল ফাত্তাহ, মেডিকেল অফিসার ডা: মো: আব্দুর রহমান ও হেলথ অফিসার মো: রাশেদুল ইসলাম সহ আরো অনেকে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ১০০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.