রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার শাফিক উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা শিশু অধিকার সুনিশ্চিত করতে এবং শিশুদের শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক বিস্তারিত আলোচনা
করেন।