রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে শিক্ষক সম্মাননা, কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলার ১১টি মাধ্যমিক ও ২২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করাই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি।” তাঁরা আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও প্রণোদনা বাড়াতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষকগণ কে সন্মান ও কৃতজ্ঞতা স্বরূপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেই সাথে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন এর অংশ হিসেবে কেক কাটা হয়।
উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব ব্যাপী ৫ই অক্টোবর পালন করা হয়ে থাকে। কিন্তু এই বছর ৫ই অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় দিবস টি নির্ধারিত দিনে উদযাপন করা সম্ভব হয়নি। তাই দিবসটি গতকাল বৃহস্পতিবার উদযাপন করা হয়।#
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.